গণতণ্ত্রের মূল স্তম্ভ 4 টি

শব্দের বাংলা প্রতিশব্দ হল গণতণ্ত্র ৷ এই গণতণ্ত্রের 4 টি স্তম্ভ আছে, যথা—                            
  1.  আইন বিভাগ, ( legislature) 
  2.   শাসন বিভা  ( executive)   
  3.   বিচার বিভাগ. ( judiciary)   ও   
  4.  প্রচার বিভাগ (media) ৷
  5.   
1. প্রথম স্তম্ভ টি হল আইন বিভাগ ৷ এই আইন বিভাগের কাজ হল আইন প্রণয়ন করা ৷ বিধানসভা ও লোকসভা হল আইন প্রণয়নের পবিত্র স্থান ৷ বিধানসভার সদস্যদেরকে বলা হয় বিধায়ক বা M.L.A.   ৷ আর লোকসভার সদস্যদেরকে বলা হয় সাংসদ বা M.P.   ৷  এঁরা বিধানসভা  ও লোকসভার নির্বাচনে বিজয়ী হয়ে বিধানসভা বা লোকসভার সদস্য হয়ে বিধায়করা রাজ্যের জন্য আর সাংসদরা গোটা ভারতের জন্য আইন প্রণয়ন করে থাকেন ৷ 

    
   2, নং টি হল শাসন বিভাগ ৷ শাসন বিভাগের কাজ হল শাসন বা প্রশাসনের কাজ পরিচালনা করা ৷ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ হলেন — BDO, SDO, DM, থানার দারোগাবাবু, রাইটার্স বিল্ডিং এর মুখ্যসচিব, PMO, এবং রাষ্ট্রপতি ভবনের বড় বড় অফিসারগণ ও বিভিন্ন প্রশাসনিক দায়িত্বশীল পদাধীকারীগণ ৷  এঁরা হলেন সরকারের নিযুক্ত বড় বড় অফিসার বা  প্রশাসনিক প্রধান ও সম্মানীয় চাকুরীজীবী  ৷ এঁদের প্রধান কাজ হল আইন বিভাগ যে  আইন প্রণয়ন করবে শাসন বিভাগ সেই আইনকে কার্যকর করবে

    3, নং টি হল বিচার বিভাগ ৷ বিচার বিভাগের কাজ হল আইন বিভাগ যে আইন প্রণয়ন করেছে সেই আইন যদি  কেউ ভঙ্গ করে, তার নামে থানায় বা আদালতে অভিযোগ দায়ের হলে  আদালতের জজ সাহেবগণ তার বিচার করবেন ৷ নির্দোষ হলে মুক্তি পাবে আর দোষী সাব্যস্ত হলে জেলখানায় শাস্তি ভোগ করবে ৷ এই হল বিচার বিভাগের কাজ ৷
    4, নং টি হল প্রচার বিভাগ বা মিডিয়া ৷ মিডিয়া বা প্রচার মাধ্যম হল - রেডিও, TV,  দৈনিক বা বিভিন্ন ধরণের সংবাদ পত্র  এবং বিভিন্ন প্রকারের ম্যাগাজিন ৷ এই মিডিয়া বা পত্র-পত্রিকার কাজ হল — আইন বিভাগ যে আইন প্রণয়ন করবে, শাসন বিভাগ যেভাবে তা কার্যকর করবে,  বিচার বিভাগ যেভাবে বিচার করবে, উক্ত তিন বিভাগের সমস্ত কাজকে মিডিয়া জনস্বার্থে প্রচার করবে, পর্যালোচনা ও মূল্যায়ন করবে ৷ এছাড়াও জনগণের দু:খ-দুর্দশা, দাবী, অভিযোগ বা সমস্যা সম্পর্কে জনগণকে সজাগ ও সচেতন করবে , এই হল মিডিয়া বা সংবাদ মাধ্যমের কাজ ৷
      আমাদের এই গণতাণ্ত্রিক ভারতে উপরোক্ত 4 টি বিভাগ জনগণের সাহায্য-সহযোগিতা ও সেবা করার কাজে সর্বক্ষণ তৎপর ও সদাব্যস্ত হয়ে আছে  ৷ দেশ পরিচালনার জন্য ঐ 4 টি বিভাগে যে সমস্ত কোটি কোটি টাকা খরচ হয় সেই  টাকা জনগণই ট্যাক্সের মাধ্যমে বহন করে ৷  এখন একবার মূল্যায়ণ করে দেখা প্রয়োজন যে 1947 থেকে আজ পর্যন্ত বিগত 68 বছরে স্বাধীন  ভারতে এই দেশের জনগণের দ্বারা নির্বাচিত বিভিন্ন রাজনৈতিক দলের সরকারের দ্বারা জনগণের প্রকৃত উন্নয়ণ,  শিক্ষা, সম্পদ,সম্মান, ক্ষমতা, মর্যাদা, অধিকার, সুখ -সমৃদ্ধি- শান্তি  কতটা অর্জিত হল আর কতটা বাকী থাকল এবং গণতণ্ত্র কতটা সফলভাবে কার্যকর হল ? এই  মূল্যায়ণ হওয়া অত্যন্ত জরূরী ৷    



            উপরোক্ত বিষয় গুলো নিয়ে দেশের ও সমাজের শিক্ষিত, সচেতন, মানবতাবাদী,সমাজদরদী, দেশপ্রেমিক, চিন্তাশীল   ও  ঈমানদার নাগরিকদের ভাবনা-চিন্তা ও সমীক্ষা করা একান্ত দরকার ৷ যাঁরা দেশের সুনাগরিক এবং দেশপ্রেমিক তাঁরা অবশ্যই ঐ সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের চুলচেরা বিশ্লেষণ করবেন যে— দেশবাসী উপরোক্ত দায়িত্বশীল ও সম্মানীয় ব্যক্তিদের হাতে  "আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ ও প্রচার বিভাগের"   মহান দায়িত্ব অর্পণ করেছেন তার প্রতিদানে ঐ সমস্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ কিভাবে এবং কতটা দায়িত্ব সঠিকভাবে  পালন করেছেন অথবা পালন করতে ব্যর্থ হয়েছেন , তার সঠিক অর্থে মূল্যায়ণ হওয়ার উপরই নির্ভর করছে দেশের ভবিষ্যত ৷

       এই সর্বাত্মক মূল্যায়ণে যদি প্রমাণিত হয় যে —  

(1), যে সমস্ত মানুষদেরকে সর্বাধিক যোগ্য মনে করে - আইন বিভাগে MLA.  বা MP. হিসাবে নির্বাচিত করা হয়েছিল,
( 2), যাদেরকে সর্বাধিক যোগ্য মনে করে শাসন বিভাগের গুরুত্বপূর্ণ বড় বড় পদে  অফিসার হিসাবে নিযুক্ত করা হয়েছিল,  
(3), যে সমস্ত জজ সাহেবদেরকে সর্বাধিক যোগ্য মনে করে  বিচার বিভাগের দায়িত্বে বসানো হয়েছিল, 
(4), প্রচার (media) বিভাগের  উপর বিশ্বাস করে যে সমস্ত পত্র-পত্রিকা, রেডিও, টিভির সংবাদ শুনে আমরা দীর্ঘ 68 বছর চোখ কান বন্ধ  করে ছিলাম" তাঁরা যখন যেরকম বলেছেন তখনই আমরা তা বিশ্বাস করেছি এবং মান্য করেছি ৷ 

এখন যদি  প্রমাণিত হয় যে— তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে ৷ তাহলে আমাদের সামনে একটাই পথ বাকী আছে আর তা হল—  "ঐ সমস্ত  অযোগ্য, দায়িত্বহীন, বিশ্বাসভঙ্গকারী নেতা-নেত্রী,অফিসার, বিচারক ও প্রচার বিভাগের সাংবাদিকদের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে তাদেরকে গণতাণ্ত্রিক পন্থায় পদচ্যুত বা ক্ষমতাচ্যুত করে গণতাণ্ত্রিক পন্হায় ভারতের সংবিধান বর্ণিত  বিকল্প পথের সন্ধান করা ৷"
       আসুন , আমরা জনস্বার্থে গণতণ্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এবং জনকল্যাণে দেশসেবার কাজে আত্মনিয়োগ করি ৷
 [full_width]

Contact Form

Send

Read Articles