Islam Today

খোলাফায়ে রাশেদীনের পরবর্তী বংশীয় রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে সঙ্গেই রাষ্ট্রীয় নেতৃত্ব ও ধর্মীয় নেতৃত্ব মসজিদের চার দেওয়ালে আবদ্ধ থেকে রাষ্ট্রীয় ব্যাপারে প্রভাবহীন হয়ে পড়েছিল। বংশীয় রাজত্বের স্বার্থ ইসলামী আদর্শকে পাশ কাটিয়ে চলতে আরম্ভ করেছিল মুসলিম রাজারা। "খলিফা" ও "খেলাফত" শব্দ দুটির পরিবর্তে ব্যবহার করা হল "সুলতান এবং বাদশাহর সাম্রাজ্য"। সেই সাম্রাজ্য ছড়িয়ে পড়ল গোটা পৃথিবীতে, যেখানে "ইসলামী প্রাণশক্তির" পরিবর্তে রইল শুধু "ইসলামী আচার-অনুষ্ঠান"।

তাই "বাস্তব ইসলাম" থেকে বঞ্চিত গোটা পৃথিবী।

Contact Form

Send

Read Articles